পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছালে অপরাধ হ্রাস পায় -পরিবেশমন্ত্রী
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ দেশব্যাপি মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছে পুলিশই জনগণ আর জনগণই পুলিশ। পুলিশের সেবা গ্রহণে জনগণের মানসিকতা তৈরী করতে হবে। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছতে পারলে অপরাধ হ্রাস পায়। বড়ধরণের দুর্ঘটনার কবল থেকে এলাকাবাসী রক্ষা পায়। তিনি শুক্রবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা থানায় ইউনিয়ন ভিত্তিক মোবাইল সেবা প্রদানের জন্য পুলিশ সুপারের দেয়া নতুন পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাদেক কাওছার দস্তগীর।
মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের পরিচালনায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।