কুলাউড়ায় কুখ্যাত ডাকাত ইকবালসহ গ্রেপ্তার ১১

Published: 20 October 2024

পোস্ট ডেস্ক :


মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুখ্যাত ডাকাত ইকবাল হোসেন (৪৫)-সহ বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযানকালে ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও পুলিশ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তারি পরোয়ানভুক্ত ৯ জন এবং রাজনৈতিক মামলার ২ জনসহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার জানান, গতকাল শনিবার সকালে আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।