চট্টগ্রামে নিখোঁজ যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
বিশেষ সংবাদদাতা, ঢাকা : নিখোঁজের তিনদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ডের সাগর উপকূল থেকে জামশেদ উদ্দিন (৩২) নামে এক যুবদল নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বসতনগর সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে সকালে যুবদল নেতা জামশেদ উদ্দিনের স্ত্রী স্বামীকে উদ্ধারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
নিখোঁজ জামশেদের ভাই জয়নাল আবেদীন বলেন, বুধবার তাদের বাড়ি থেকে ফোন করে জামশেদকে ডেকে নেয়া হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের পর তার স্ত্রী রুবি আক্তার ১৮ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার দুপুরের দিকে খবর আসে সৈয়দপুর বেড়িবাঁধ এলাকায় একটি লাশ পাওয়া গেছে। আমরা সেখানে গিয়ে দেখি আমার ভাইয়ের লাশ বস্তাবন্দি অবস্থায় পড়ে আছে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হারুন অর রশিদ ভূঁইয়া বলেন, লাশটি জামশেদের বলে তার পরিবার শনাক্ত করেছে। লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জহুরুল আলম জহুর বলেন, জামশেদ ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ-যুবলীগ সন্ত্রাসীদের প্রতিহিংসার শিকার জামশেদ। তারা তাকে হত্যা করে লাশ সন্দ্বীপ চ্যানেলে ফেলে দেয়।