খেলতে গিয়ে আহত বাইডেন, সুস্থতা কামনা করলেন ট্রাম্প
পোস্ট ডেস্ক : কুকুরের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি।
পায়ের পাতায় চিড় ধরেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। এ কারণে কয়েক সপ্তাহ একটি সুরক্ষা বুট পরতে হতে পারে তাকে।
চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন, ৭৮ বছর বয়সী নির্বাচিত প্রেসিডেন্টের শুধু গোড়ালি মচকেছে। তারপরও স্ক্যান করা হয়। বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কনোর এক বিবৃতিতে বলেছেন, সিটি স্ক্যানে তার পায়ে সূক্ষ্ণ চিড় ধরার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক টুইটে বলেছেন, শিগগিরই সুস্থ হয়ে উঠুন।