সুনামগঞ্জে পাথর মেরে শিশু হত্যার ঘটনায় মামলা

Published: 13 December 2020

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ পৌর শহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের শিশুকে মাথায় পাথর মেরে নির্মমভাবে খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

আটককৃত যুবক ওমর ফারুকের বিরুদ্ধে শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন নিহত তালহার চাচা নূর হোসেন। ওমর ফারক সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামের মৃত ছান্দ আলীর ছেলে।

সুনামগঞ্জ সদর থানার পুলিশ জানিয়েছে, মামলার পর ওমর ফারুককে আমলগহণকারী আদালত সুনামগঞ্জ সদর জোনে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) কে মাথায় পাথর মেরে নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছে। ঘটনার পরপর স্থানীয় লোকজন ঘাতক ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করে। শিশু খুনের পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরা ধরা পড়েছে।

শিশু তালহা শুক্রবার দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এসময় রাস্তা দিয়ে যাওয়া আব্দুল হালিম নামের ওই যুবক প্রথমে তালহাকে লাথি দিয়ে মাটিয়ে ফেলে দেয়। এরপর ভারি পাথর ও ইট দিয়ে তালহার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে তালহার মাথা তেতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তায় মেটারসাইকেল দিয়ে যাওয়া এক পথচারীর চিৎকার শুনে বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনিত হলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর থানা ওসি শহিদুর রহমান জানান, আটককৃত ওমর ফারুকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহত শিশু তালহার চাচা নুর হোসেন। ওমর ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।