রাণীগঞ্জ সেতু আমাদের দ্বিতীয় পদ্মা সেতু : পরিকল্পনা মন্ত্রী

Published: 25 December 2020

মোঃ আলী হোসেন খান, জগন্নাথপুর থেকে : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও সিলেট বিভাগের বৃহত্তর রাণীগঞ্জ সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান।


এ উপলক্ষ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, দেশ আগের চাইতে অনেক উন্নত হয়েছে। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সিলেট বিভাগের বৃহৎ রাণীগঞ্জ সেতু উন্নয়নের রোল মডেল হবে। তিনি আরো বলেন , আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার । রাণীগঞ্জ সেতু আমাদের দ্বিতীয় পদ্মা সেতু ।
আজ শুক্রবার ( ২৫ ডিসেম্বর ) জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন ও সিলেট বিভাগের বৃহৎ রাণীগঞ্জ সেতুর নির্মণ কাজের অগ্রগতি পরিদর্শন উপলক্ষে জনসভা অনুষ্টিত হয় । ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , জগন্নাথপুর -দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ু মোশাহিদ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি মো: কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান শহিদুল ইদসলাম রানা প্রমূখ।
এ সময় জগন্নাথপুর পৌরসভার চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মাহতাব উল হাসান সমুজ, জগন্নাথপুর পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব কামালী , আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ঈমানী , কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া , পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া , সাধারণ সম্পাদক সাবের কামালী, পাইলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন , আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সত্তার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উকপস্থিত ছিলেন।