বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষকীতে সিলেট মহানগর ছাত্রলীগের শোভাযাত্রা

Published: 5 January 2021

বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযান ও শুভাযাত্রা  বের করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) শোভাযাত্রাটি নগরীর শাহজালাল উপশহর এ.বি.সি পয়েন্ট থেকে শুরু করে বিশ্বরোডস্থ রোজভিউ পয়েন্ট অতিক্রম করে উপশহর এ,বি সি পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুলতান শাহজাহান তুহিন এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠন হিসেবে দেশের বিভিন্ন অঙ্গনে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। শত বাধা বিপত্তির মধ্যেও তারা রাজপথের অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করছে। তিনি বলেন, ছাত্রলীগ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি সকলকে ঐক্যবব্ধ হয়ে বিরোধী শক্তির সকল আন্দোলনকে নস্যাৎ করে দিতে সব সময় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, মহানগর যুবলীগ নেতা জাহির উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা রায়হান আহমদ।
এসময় উপস্থিত ছিলেন-ছাত্রলীগ নেতা শেখ তারেক, রুহুল আমিন, তাশফিক মেহেদী জয়, সাকিব আহমদ, নাজমুল ইসলাম নাঈম, মাহমুদুল হাসান চৌধুরী অভি, ফাহিম আহমদ, লামিয়ান আহমদ,  নাসির আহমদ, রাকিব আহমদ হামিদ, আশিফুল হক , লস্কর, নাবিল, রাহাত, ইয়াদি, রনি, মাহদি, নাইম, ফিদা প্রমুখ।