মোদি রাকেশ মুখোমুখি

Published: 31 January 2021

পোস্ট ডেস্ক : জাতীয় পতাকার অবমাননা বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।


রোববার তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের সবার। যারা এটির অপমান করেছে, সরকারের উচিত সবাইকে গ্রেফতার করা।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ দিনই ‘মন কি বাত’ অনুষ্ঠানে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঘটে যাওয়া কৃষক বিক্ষোভ নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।

মোদির এমন মন্তব্য সামনে আসার পরই জাতীয় পতাকার অবমাননা বিতর্কে মুখ খুলেছেন ভারতীয় কৃষাণ ইউনিয়নের (বিকেইউ) এই নেতা।

প্রজাতন্ত্র দিবসের দিন বিক্ষোভরত কৃষকরা পুলিশের লাঠি আর কাঁদানে গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়েন দিল্লির প্রাণকেন্দ্রে এবং ঐতিহাসিক লাল কেল্লায়। সেখানে তারা উড়িয়ে দেন শিখ ধর্মের প্রতীক খালসা পতাকা।

সে ঘটনাকে কেন্দ্র করেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। এবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে সেই সুর শোনা যায় খোদ নরেন্দ্র মোদির কণ্ঠেও। এই আবহে সরকারের কোর্টেই পাল্টা বল ঠেলে দিলেন রাকেশ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, লাল কেল্লার যেখানে জাতীয়পতাকা উত্তোলন করা হয়, সেখানে প্রবেশ করেননি কৃষকরা। তারা লালকেল্লার অন্যত্র পতাকা টাঙিয়ে ছিলেন।