ব্রিটিশ শিশুদের নাগরিকত্ব ফি ১ হাজার পাউন্ড আদায় বে-আইনী ঘোষণা

Published: 19 February 2021

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যে শিশুদের নাগরিত্ব আবেদনের ক্ষেত্রে ১ হাজার পাউন্ড ফি আদায়কে বেআইনী ঘোষণা করেছে আদালত।


আপিল আদালত বলেছে, হোম অফিস শিশুদের ক্ষেত্রে নাগরিকত্ব আবেদনের ফি নির্ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আদালত শিশুদের ব্রিটিশ নাগরিক আবেদনের জন্য ১ হাজার পাউন্ড বে-আইনী নিম্ন আদালতের এই রায়কে বহাল রেখেছে।
শিশু এবং তাদের পিতা মাতাদের ব্রিটিশ নাগরিকত্ব সুরক্ষিত করার জন্য যে উচ্চ ফি নির্ধারণ করা হয়েছে তা বিতর্কিত এবং অনেক বছর থেকে তা বিতর্কিত ভাবে আদায় করা হচ্ছে।
যে সকল শিশুদের ব্রিটিশ নাগরিক হিসেবে নিবন্ধন করার অধিকার রয়েছে কিন্তু ফি নির্ধারণ আকাশচুম্বি হওয়ায় এবং আইনী পরামর্শের অভাবে এসব শিশুদের নাগরিকত্ব সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।

বৃহস্পতিবারের দেয়া রায়ে দেখা গেছে, মন্ত্রীরা শিশুদের এবং তাদের অধিকারের উপর এই ফি’র প্রভাবগুলি মূল্যায়ন বা বিবেচনা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
বর্তমানে ব্রিটিশ হোম অফিস একজন শিশুর ব্রিটিশ পাসপোর্ট আবেদনের জন্য ১ হাজার ১২ পাউন্ড আাদয় করছে কিন্তুু এই প্রক্রিয়া সম্পন্ন করতে ৩শ’ ৭২ পাউন্ড খরচ হয়। হোম অফিস বলেছে, বর্ধিত লাভের অংশ অন্য খাতগুলিতে তারা খরচ করে থাকে।
২০১৯ সালের ডিসেম্বরে হাই কোর্টের দেয়া রায়ে বলা হয় এই ফি নির্ধারণ আইন সম্মত নয়। এর ফলে অনেক শিশু তাদের নাগরিকত্ব গ্রহণে ব্যর্থ হয়েছিল এবং তাদেরকে যুক্তরাজ্যের সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর সাথে একিভূত করা হয়নি।