যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক কোচের রহস্যজনক মৃত্যু

Published: 26 February 2021

পোস্ট ডেস্ক : মার্কিন অলিম্পিকের সাবেক নারী জিমন্যাস্টিক কোচ জন গেডার্টের রহস্যজনক মৃত্যু হয়েছে।

গেডার্ট আত্মহত্যা করেছেন বলে বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল।

স্থানীয় গণমাধ্যমে ডানা নেসেল এক বিবৃতিতে বলেছেন, বৃহস্পতিবার বিকালে ল্যানজিং এলাকা থেকে কোচ জন গেডার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি খুবই দুঃখজনক। তিনি আত্মহত্যা করেছেন।

মিশিগান পুলিশ জানিয়েছে, বিকাল ৩টা ২৪ মিনিটে মিশিগানের একটি মহাসড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে জন গেডার্টের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে তদন্ত চলছে। তিনি কীভাবে মারা গেলেন তা পরে জানিয়ে দেওয়া হবে।

গেডার্টের বিরুদ্ধে মানবপাচারসহ নিজ প্রতিষ্ঠানে নারী জিমন্যাস্টদের যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত যখন চলছে, তখনই তার লাশ উদ্ধারের খবর এলো। ২৪টি অপরাধের তদন্ত চলছিল তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে জেনারেল ডানা নেসেল বলেছিলেন, আমরা আশা করেছিলাম দুপুর গড়ানোর আগেই জন গেডার্ট কর্তৃপক্ষের সামনে আসবেন এবং তার ওপর আনা অভিযোগের তদন্তে সহায়তা করবেন।

২০১৮ সালে গেডার্টের জিমের চিকিৎসক ল্যারি নাসারের বিরুদ্ধে ‘২৬৫ মেয়েকে’ যৌন হয়রানির বিস্ফোরক অভিযোগ ওঠে।

নারী অ্যাথলেটদের ব্যাপকভাবে যৌন হয়রানি করার অভিযোগে সে সময় ৫৪ বছর বয়সী ল্যারি নাসারের বিচার হয় মিশিগানের আদালতে।

সেই সময় যৌন হামলার অভিযোগ তুলে ১৬০ নারী নাসারের বিরুদ্ধে এরই মধ্যে সাক্ষ্য দেন। পরে নাসারকে আদালত ৪০ থেকে ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেন।

এ ছাড়া শিশু যৌনতার ছবি সংরক্ষণ এবং জিমন্যাস্টদের হয়রানি করার অভিযোগে এর মধ্যেই অবশ্য ল্যারি নাসারের ৬০ বছরের কারাদণ্ড হয় যুক্তরাষ্ট্রের আদালতে।

এই বিচারকার্য চলার সময় অভিযোগ ওঠে– মিশিগানের একটি জিমন্যাস্টিকস ক্লাবে নাসার রোগীদের যৌন হয়রানি করেছেন। আর সেই ক্লাবটি ছিল কোচ জন গেডার্টের অধীনে।