পোপের বিশেষ আরজি

Published: 18 March 2021

পোস্ট ডেস্ক : মিয়ানমারে সহিংসতা বন্ধের আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, আমিও মিয়ানমারের রাস্তায় হাঁটু মুরে বসে হিংসা বন্ধের জন্য আরজি জানাতে চাই।

দু’বাহু উন্মুক্ত করে বলতে চাই, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হোক। সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রের খবর ইতিমধ্যেই মিয়ানমার সেনার গুলিতে ১৮০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। সেখানে অশান্তি বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সেনাশাসনের ভয়ঙ্কর ছবি দেখে কেঁদে উঠেছে সকলেই। তিনি সেই প্রসঙ্গ টেনে বলেন, দেশে আশার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পথে নামা সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। এদের মধ্যে যুবকদের সংখ্যাই বেশি।
আরো একবার বুক ভরা দুঃখ নিয়ে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে কথা বলার প্রয়োজন অনুভব করলাম। এরপর তিনি বলেন, রক্ত কোনো সমস্যার সমাধান করতে পারে না। তাই আলোচনার পথ খোলা রাখা উচিত।

প্রসঙ্গত, সম্প্রতি মিয়ানমার থেকে বিক্ষোভরত জনতাকে রক্ষা করতে সন্ন্যাসিনী হাত জোড় করা ছবি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একদিকে রয়েছে বিক্ষোভরত জনতা অন্যদিকে বন্দুক হাতে সেনাবাহিনীর প্রধান এর মধ্যে হাত জড়ো করে হাঁটু মুরে বসে রয়েছেন ওই সন্ন্যাসিনী| সেনাদের প্রতি আবেদন ছিল, বিক্ষোভকারীদের মেরো না। তার বদলে আমাকে মারো। পোপ ফ্রান্সিসের বক্তব্যে সেই কথা ফের উঠে এল।