ইয়েমেনের রাজধানীতে আরব জোটের বিমান হামলা

Published: 21 March 2021

পোস্ট ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের অবস্থানকে টার্গেট করে এ হামলা চালানো হয়। রোববার ভোর রাতে এই হামলা শুরু হয় বলে আল-জাজিরাকে জানান সেখানকার বাসিন্দারা। শুক্রবার সৌদি আরবের তেলক্ষেত্রে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। ওই হামলার ফলে তেলক্ষেত্রে আগুন ধরে যায়। তবে দ্রুতই তা নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
শনিবার আরব জোট জানায়, এটি সৌদি আরবের খামিস মুশাইত শহরের কাছে বোমাবাহী একটি ড্রোন ধ্বংস করেছে। তবে হুথির স্থাপনায় হামলা চালানোর বিষয়ে আগে থেকে কোনো হুঁশিয়ারি দেয়া হয়নি।
রোববার সানার আকাশে একসঙ্গে বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠায় আরব জোট। এগুলো হুথির সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে বোমা হামলা চালায়। হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনেও এই হামলার কথা নিশ্চিত করা হয়েছে।