বিশ্বনাথে ছিনতাইকারির ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন
বিশ্বনাথ : বিশ্বনাথে ছিনতাইকারির নির্মম ছুরকাঘাতে ইমরান আহমদ সায়মন (২২) নামের এক তরুণ ব্যবসায়ী খুন হয়েছে।
তিনি পৌর শহরের জানাইয়া দক্ষিণ (মশুলা) গ্রামের মছলন্দর আলী মছনের ছেলে ও জানাইয়া ফুটবল মাঠস্থ নাদিয়া এন্ড তায়েফ ভেরাইটিজ স্টোরের পরিচালক। শনিবার রাত পৌনে ১০টার দিকে পৌর শহরের জানাইয়া রোডের শুকুর আলীর বাসার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা প্রথমে তাকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় নতুন বাজারস্থ একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। তবে ছিনতাইকারি দু’জনের পরিচয় পেয়েছেন নিহতের সাথে থাকা একই গ্রামের মছব্বির আলীর ছেলে লায়েক আহমদ (১৭)।
তিনি জানান, ওইদিন রাতে বাজার থেকে নিহত ইমরান আহমদ সায়মন (২২), তারেক (১৪) ও ফয়েজসহ (১৯) তারা চারজন বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে যাওয়া মাত্রই একই গ্রামের মনোহর আলী গেদাই’র ছেলে এনাম (২৫) ও মস্তাব আলীর ছেলে তাহিদ আলী (২২) তাদের পথরোধ করলে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছিনতাইকারি এনাম (২৫) ইমরান আহমদ সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে দুই ছিনতাইকারি পলাতক রয়েছে। এসময় ছিনতাইকারিদের হামলায় আহত হন সহপাঠি ফয়েজ (১৯)। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নিহতের আত্মীয় সাবেক মেম্বার নরুল হক।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ছিনতাই ছাড়া অন্য কোন ঘটনা আছে কিনা তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।