পাকিস্তানে এনএবি অফিস ও পার্শ্ববর্তী এলাকাকে রেড জোন ঘোষণা

Published: 25 March 2021

পোস্ট ডেস্ক : অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণের তদন্তে শুক্রবার পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) থোকার নিয়াজ বেগ ভবনে উপস্থিত হবেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

এ জন্য একদিন আগে আজ বৃহস্পতিবার থেকেই ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়ে হয়েছে। একজন কর্মকর্তা বুধবার ডন পত্রিকাকে বলেছেন, রেঞ্জার ও পাঞ্জাব পুলিশ এনএবি ভবন ও আশপাশের এলাকাকে নিরাপদ করবে। তারা বৃহস্পতিবার থেকে ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে। শুক্রবার মরিয়ম নওয়াজ ছাড়া অন্য কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। উল্লেখ্য, ওই অফিসে উপস্থিত হয়ে মরিয়ম তার বিরুদ্ধে আনীত অর্থ পাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ বিষয়ে নিজের বক্তব্য দেবেন। এ উপলক্ষে এনএবির প্রাদেশিক প্রধান কার্যালয়ের বাইরে ২৬শে মার্চ দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছে পিএমএলএন। এর ফলে এনএবি সরকারের কাছে নিরাপত্তায় সহায়তা চেয়েছে।
আহ্বান জানানো হয়েছে রেঞ্জারস এবং পুলিশ মোতায়েনের। এনএবি বলেছে, মরিয়ম নওয়াজের উপস্থিতির সময় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যদের হামলার শিকারে পরিণত হতে পারে প্রাদেশিক প্রধান কার্যালয়। তাদের এমন আহ্বানে এনএবির প্রধান কার্যালয় এবং আশপাশের এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।