র‌্যাংকিংয়ে উন্নতি সৌম্য-নাঈমের

Published: 1 April 2021

পোস্ট ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ ছিলেন সৌম্য সরকার। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে রান পেয়েছেন।

সবশেষ ম্যাচে ২৭ বলে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কার মারে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন সৌম্য।

সেই পারফরম্যান্সের বিচারে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। পাশাপাশি র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখেরও। সৌম্যর ব্যাটে আলো ছড়ানোর ম্যাচে নাঈম করেছিলেন ৩৫ বলে ৩৮ রান। প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ২৭ রান।

টি-টোয়েন্টি ফরম্যাটে আইসিসির হালনাগাদকৃত র‌্যাংকিং বলছে, ৫ ধাপ এগিয়ে ৪১তম অবস্থানে উঠে এসেছেন সৌম্য সরকার। ১৩ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন নাঈম শেখ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৮ ম্যাচ খেলা এই ওপেনারের জন্য এটি তার ক্যারিয়ারসেরা অবস্থান।

ব্যাটসম্যান ও বোলারদের দুই তালিকায় শীর্ষ দশে নেই বাংলাদেশের কেউ-ই। ৮৯২ পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান।

৭৩৩ পয়েন্ট নিয়ে আফগান তারকা স্পিনার রশিদ খানকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি।

তবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ দশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর ধরে কোনো ম্যাচ না খেলে এখনও দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।