প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী

Published: 5 April 2021

পোস্ট ডেস্ক : প্রশান্ত মহাসাগরে জাপানের জলসীমার কাছ দিয়ে গত রোববার চীনের একটি বিমানবাহী রণতরীর উপস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপান।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ জানানো হয়।এতে বলা হয়, চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়ের পাশে এ সময় আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল। এগুলো রণতরীকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। খবর তাসনিম নিউজের।

রোববার সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের ওই রণতরীটিকে দেখা গেছে।

এর পর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।

২০২০ সালের এপ্রিলের পর এ বছর প্রথমবারের মতো চীনের ওই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল।

শনিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে ছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ সামরিক মহড়া। এর একদিন পরই চীনের রণতরীর দেখা মিলল প্রশান্ত মহাসাগরে।