বিয়ানীবাজার থানা পুলিশকে যুক্তরাজ্য প্রবাসী মুহিবুর রহমানের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

Published: 8 April 2021

সিলেট অফিস : যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব এবং জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব এর সৌজন্যে বিয়ানীবাজার থানা পুলিশকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এবং ওসি তদন্ত মেহেদী হাসান করোনা সামগ্রী গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, চ্যানেল এস’র সিনিয়র রিপোর্টার এম. হাসানুল হক উজ্জ্বল , দৈনিক নতুন দিন ও দৈনিক সিলেটের দিনকালের বিশেষ সংবাদদাতা এম. এ ওমর।
হস্তান্তর কালে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান মুহিবুর রহমান মুহিব মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। দেশ তথা এলাকার দুর্যোগময় মুহুর্তে তিনি দেশের মানুষের পাশে নিজে কিংবা কোন না কোন সংগঠনের ব্যানার নিয়ে এসে হাজির হন। যা ইতোমধ্যে বিয়ানীবাজার তথা সিলেটবাসী দেখতে পেরেছে। তিনি বলেন, প্রবাসীরা এখন সংকটময় মুহুর্ত পার করছেন তার পরও তারা দেশের কথা ভাবছেন। মুহিবুর রহমান মুহিবও এই মুহুর্তে পুলিশের পাশে দাঁড়িয়ে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করে মানবতার দৃষ্ঠান্ত স্থাপণ করেছেন। এ জন্য তিনি বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান।

অফিসার ইনচার্জ হিল্লোল রায় করোনা সুরক্ষা সামগ্রী গ্রহণ করে বলেন, মুহিবুর রহমান মুহিব সত্যিই পুলিশের বন্ধু। পুলিশকে তিনি নানা ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। করোনার এই সময়ে পুলিশের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে তিনি যে উদ্যোগ গ্রহণ করেছন এ জন্য তিনি প্রশংসার দাবীদার।