ইউকে স্পেশাল ফোর্সের সঙ্গে সেনাবাহিনীর যৌথ প্রশিক্ষণ সমাপ্ত
পোস্ট ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্সের সদস্যদের সমন্বয়ে সিলেটে যৌথ প্রশিক্ষণ ‘এক্স- থান্ডার ফিস্ট’ সমাপ্ত হয়েছে।
আইএসপিআর জানায়, গত ২১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিলেট জালালাবাদ সেনানিবাসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেরোরিজম এর বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময়। এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন সোয়াডস সদস্য এবং ইউকে স্পেশাল ফোর্সের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন।
গত ৪ এপ্রিল এ যৌথ প্রশিক্ষণ -এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস -এর কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী।
অনুষ্ঠানে সিলেট অঞ্চলের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।