ইতালির সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইরান

Published: 1 January 2025

পোস্ট ডেস্ক :


ইতালীয় সাংবাদিক সেসিলিয়া সালা’কে গ্রেপ্তার করেছে ইরান। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করা হয়। ওই ইতালীয় সাংবাদিক ১৩ই ডিসেম্বর জার্নালিস্ট ভিসায় ইরানে যান এবং ১৯শে ডিসেম্বর আইন ভঙ্গের দায়ে তাকে গ্রেপ্তার করে ইরানী কর্তৃপক্ষ। এ তথ্য দিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা। ওই সাংবাদিকের মামলা বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় তত্ত্বাবধান করছে। অন্যদিকে ইরানের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে ইতালির তরফ থেকে জানানো হয়- ইরানের এমন কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। নিজ দেশের নাগরিক গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করেছে ইরান- এমন দাবি ইতালির। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের কর্মীদের ওপর প্রাণনাশক হামলায় মদত দেয়ার অভিযোগ এনে দুই ইরানি নাগরিক আটক করে ইতালি ও যুক্তরাষ্ট্র। মাহদি মোহাম্মদ সাদেগি ও মোহাম্মদ আবেদিন জাফাবাদি নামের দুই ইরানি নাগরিকের বিরুদ্ধে হামলায় ব্যবহৃত অত্যাধুনিক বৈদ্যুতিক উপাদান অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ইরানে রপ্তানির অভিযোগ আনা হয়। যা যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রথম ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে আটক করা হলেও অপর ব্যক্তি অবস্থান করছিলেন ইতালিতে। পরে ওয়াশিংটনের অনুরোধে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ইতালি কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, গত জানুয়ারিতে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করা হয় জর্ডানে কর্মরত যুক্তরাষ্ট্রের তিন কর্মীকে। অত্যাধুনিক ওই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের হত্যা করা হয়েছে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইরান যদিও এ হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।