কোভিড যুদ্ধা প্রয়াত সাংবাদিকদের স্মরণে করিমগঞ্জে ভ্যাকসিন শিবির
অরুপ রায়, করিমগঞ্জ (ভারত ) :
বিশিষ্ট লেখক তথা সাংবাদিক, কথাসাহিত্যিক, গল্পকার হোমেন বরগোহাঞি , অসম সহ গোটা দেশের কোভিড যুদ্ধা প্রয়াত সাংবাদিকদের স্মরণে সীমান্ত জেলা করিমগঞ্জে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন শিবিরের সূচনা হয় ।
বৃহস্পতিবার প্রেস ক্লাব করিমগঞ্জ আয়োজিত বিএড কলেজে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিনের সূচনা করতে গিয়ে সাংসদ কৃপানাথ মালাহ বলেন আমরা কেউ ভাবতেই পারিনি এমন অনুষ্টানের আয়োজন হবে । এক সঙ্গে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সমবেত হবেন । প্রেস ক্লাবের এই প্রয়াসে জেলার সব সাংবাদিকরা উপকৃত হতে পেরেছেন। তিনি বলেন ১৬ মে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত করিমগঞ্জ সফর কালে প্রেস ক্লাব করিমগঞ্জের সাধারণ সম্পাদক অরুপ রায়ের সাক্ষরিত একটি আবেদন করা হয় এতে বলা হয় করিমগঞ্জ জেলার প্রতিজন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের কোভিড ভ্যাকসিন দেওয়া । এই আবেদন পত্র বিধায়ক কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর নিকট জমা দেন । মন্ত্রী বিলম্ব না তাৎক্ষণিক ভাবে জেলা শাসককে নির্দেশ দেন জেলার একজন সাংবাদিক ও তার পরিবারের সদস্য যেন ভ্যাকসিন থেকে বঞ্চিত না হন । একি সঙ্গে আমাকে দায়িত্ব দেন সাংবাদিকদের ভ্যাকসিনের সম্পূর্ণ করার জন্য । আজ করিমগঞ্জে এসেছি আগামী কিছুদিনের মধ্যে জেলার রামকৃষ্ণনগর, বদরপুর, পাথারকান্দি, নিলামবাজারে ভ্যাকসিন শিবির হবে সেই সব শিবিরে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই গুরু দায়িত্ব পালন করবো। সাংসদ সহ অনুষ্টানে উপস্তিত প্রেস ক্লাবের এমন কাজের জন্য প্রসংসা করেন ।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা; অনুপ দৈত্যারি,বলেন প্রেস ক্লাবের জন্য আমরা সাংবাদিকদের সেবায় নিজেদের জড়িত করতে পেরেছি । আমাদের মত সাংবাদিকরাও কোভিড যুদ্ধা । তাদের জন্য সামান্য কিছু করতে পারা কম বড় কথা নয় । আজ জেলা সদরে এবং কিছুদিনের মধ্যে জেলার অন্যান্য স্থানে বাকি থাকা সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দেওয়া হবে কোভিড ভ্যাকসিন ।
করিমগঞ্জ জেলা জন সংযোগ আধিকারিক সব্বির নিসাদ বলেন আমি দিন কয়েক হয়েছে করিমগঞ্জের জনসংযোগ বিভাগের দায়িত্ব নিয়েছি আর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে পরিচয় হল ।
আজকের এই মহৎ অনুষ্টানে অংশ নিয়ে নিজেকে গর্বিত মনে করছি । করিমগঞ্জ জেলার মত জায়গায় সাংবাদিকরা এমন অনুষ্টান করবে আমি ভাবতে পারিনি।আমি প্রেসক্লাবের এধরনের মহৎ কাজে সব সময় পাশে থাকবো।
ডা:মানস দাস করোনা মহামারি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন কোভিড টিকা নিলেই আমরা সুরক্ষিত নই প্রতিজন নাগরিকদের সব সময় চলার পথে কোভিড নিয়ম মেনে চলতে হবে । প্রেস ক্লাব করিমগঞ্জ এমন অনুষ্টানের আয়োজন প্রশংসার যোগ্য । প্রেস ক্লাব স্বাস্থ্যমন্ত্রীর
হস্তক্ষেপ নেওয়ার ফলে আজ জেলার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের ভ্যাকসিনের সুব্যবস্থা হয়েছে। প্রেস ক্লাবের এমন সামাজিক ভালো কাজের সঙ্গে আমি সব সময় আছি এবং থাকবো ।
রোটারি ক্লাব বডারলেন্ড করিমগঞ্জের সভাপতি দীপক দাস বলেন প্রেস ক্লাবের এই মহৎ কাজে যুক্ত হতে পারায় রোটারি ক্লাব গর্বিত । এধরনের সামাজিক কাজে রোটারি ক্লাব বডারলেন্ড সব সময় পাশে থাকবে ।
প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা হাবিবুর রহমান চৌধুরী বলেন সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের যেকোন বিপর্যয়ে সংবাদ সংগ্রহ করে । এই কোভিড মহামরিতে দেশের তিনশত সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে । সরকার সাংবাদিকদের কোভিড যুদ্ধা সম্মান ও আর্থিকভাবে সাহায্য করেন তার জন্য দাবি জানাচ্ছি । তিনি বলেন আমাদের প্রেস ক্লাব আয়োজিত আজকের এই ভ্যাকসিন শিবির তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসর্গিত করেছি । তিনি প্রতিজন সাংবাদিকের প্রতি আবেদন রাখেন তারা যেন কোভিড নিয়ম নীতি মেনে চলেন এবং নিজে ও পরিবারের লোকজন কে রক্ষা করেন ।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শিবির পরিদর্শন করে বলেন প্রেস ক্লাব শুধু নিজেদের জন্য বা তাদের পরিবারের জন্য নয় গোটা সমাজের জন্য নিজেদের অবদান সব সময় রেখে গেছেন । আজ সাংবাদিক ও তাদের পরিবারের লোকজন ছাড়া কোভিড ভ্যাকসিন নিতে আসা লোকজন ফিরিয়ে না দিয়ে তাদের কে সাহায্য করছেন এমন মহৎ কাজের প্রসংসা না করে পারলাম না । প্রেস ক্লাব করিমগঞ্জ শুধু আজ নয় দীর্ঘদিন থেকে নিজেদের সংবাদ পরিবেশনের সঙ্গে মানব সেবায় নিজেদের অবদান রেখেছে। প্রেসক্লাবের জন্য আজ জেলার সংবদিকর ও তাদের পরিবার ভ্যাকসিন পেয়েছেন । প্রেস ক্লাব আগামীদিনে এমন ভালো কাজ করবে আমরা তাদের পাশে থাকবো ।
প্রেস ক্লাবের সভাপতি মিহির দেব নাথ বলেন করোনা মহামারীর প্রথম পর্ব তে আমরা যেমন সংবাদ সংগ্রহ করেছি টিক সেই ভাবে সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছি । করিমগঞ্জ শহর থেকে গ্রামের আমাদের প্রতিজন সাংবাদিক নানা ভাবে মানুষকে সাহায্য করে গেছে । করোনার দ্বিতীয় পর্বে হিসেব করে দেখা গেছে দেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনশতকের অধিক সাংবাদিক প্রাণ দিতে হয়েছে । সেই দিকেলক্ষ রেখে করিমগঞ্জ জেলার সকল সাংবাদিক ও তাদের পরিবারের কথা চিন্তা করে ভ্যাকসিনের জন্য জেলা শাসক,জেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দারোস্ত হয়ে রীতিমত লিখিত আবেদন করে সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করে । প্রেস ক্লাব করিমগঞ্জ মুখে নয় কাজে প্ৰমাণ করে নিজেদের কার্য্যব্যবস্থা । প্রেস ক্লাব সকলের জন্য চিন্তা করে তার প্রমান আজকের এই শিবির । তিনি এই ভ্যাকসিন পর্বের জন্য যাদের বিশেষ অবদান বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ,বিধায়ক কৃষ্ণেন্দু পাল,সাংসদ কৃপানাথ মালাহ সহ জেলা স্বাস্থ্যবিভাগ,বিএড কলেজ কর্তৃপক্ষ এবং কোভিড শিবিরে সহযোগিতা করা স্বাস্থ্যকর্মী,ও সংবাদ কর্মীদের অভিনন্দন জানান। অনুষ্টানের প্রসঙ্গিক বক্তব্য ও সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক অরুপ রায় ।
এদিনের শিবিরে যারা বিশেষ ভূমিকায় ছিলেন তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ডিআইও ডা:এম এন গগৈ ,ডিপিএম হানিফ মহম্মদ,প্রেসক্লাবের সহ সভাপতি অরুপ রতন চক্রবর্তী ,অন্যতম কার্যকর্তা হিল্লোল দত্ত,বিভাস চন্দ্র দাস,মৃনাল সরকার,সুজন আহমেদ,উদয় দেব রায়,। তাছাড়া সমাজকর্মী সুজন দেব রায়,চয়ন নাথ প্রমুখ ।
এদিন ভ্যাকসিন শিবির কে সেনিটাইজার করেন রবিন হুড আর্মির সদস্যরা । এদিন সর্বমোট ৩৩০ জনকে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়।