নিরাপত্তা শঙ্কায় কাবুলে অস্ট্রেলিয়ার দূতাবাস বন্ধের ঘোষণা
পোস্ট ডেস্ক :
নিরাপত্তা নিয়ে শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেয়ার আকস্মিক ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের যেহেতু প্রত্যাহার করে নেয়া হচ্ছে, তাই কাবুলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশই অনিশ্চিত হয়ে পড়ছে। এর প্রেক্ষিতে সেখানে অস্ট্রেলিয়ার দূতাবাস এ সপ্তাহে বন্ধ করে দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অন্তর্বর্তী পদক্ষেপ হিসেবে আগামী ২৮ শে মে বন্ধ করে দেয়া হবে ওই দূতাবাস। ফলে এখন আর মাত্র তিনদিন বাকি আছে। উল্লেখ্য, আফগানিস্তান থেকে চূড়ান্ত দফায় সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং মিত্রবাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধের ইতি ঘটতে যাচ্ছে।
ফলে আফগানিস্তান ফের তালেবানদের কব্জায় যাওয়ার এক আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, বিদেশি শক্তিগুলোর উপস্থিতি থাকা সত্ত্বেও দুই দশক ধরে আফগানিস্তানের নিরাপত্তা সার্ভিসগুলো এবং কাবুলে নির্বাচিত সরকার এখনও রয়ে গেছে ভঙ্গুর অবস্থায়। এ অবস্থায় পশ্চিমা কূটনীতিক এবং সামরিক কর্মকর্তাদের কাজ বেড়ে গেছে। আফগানিস্তানে তালেবানের পুনরুত্থানের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় কিভাবে আফগানিস্তানে ভবিষ্যতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছেন তারা। কাবুলে অবস্থানরত বিদেশি প্রতিরক্ষা বিষয়ক এক কর্মকর্তা বলেছেন, বিদেশি দূতাবাসগুলোকে মানবাধিকার নিয়ে কাজ করতে হবে। যদি তাতেও তারা বিপদের মুখে পড়েন তাহলে সেখানে থাকার কোনো কারণ থাকবে না। তিনি আভাস দেন যে, সামনের সপ্তাহ ও মাসগুলোতে অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করবে আরো কিছু দেশের দূতাবাস।