৫৩টি অঞ্চলে ছড়িয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Published: 26 May 2021

পোস্ট ডেস্ক :


বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এখন কমপক্ষে ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক সূত্র নন, এমন একটি সূত্র বলেছেন- ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ শনাক্ত করা হয়েছে আরো ৭টি অঞ্চলে। তাদের সাপ্তাহিক মহামারি বিষয়ক আপডেটে দেখা গেছে, এতে মোট ৬০টি অঞ্চলে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটি ক্রমশ সংক্রমণ ক্ষমতা বাড়াচ্ছে। তবে এতে আক্রান্ত ব্যক্তির রোগের ভয়াবহতা বা সংক্রমণের ঝুঁকি নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, বিশ্বজুড়ে গত সপ্তাহে করোনায় নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত সপ্তাহে মোট নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ মানুষ।
মারা গেছেন ৮৪ হাজার।