ঢাকা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিসের
সংবাদ বিজ্ঞপ্তি :
গত ২৫ মে ঢাকা ওয়াসার বোর্ড সভায় আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ইউনিট পানির মূল্য ৫ শতাংশ হারে বৃদ্ধি করা হয়, যা আগামী ১লা জুলাই হতে কার্যকর হবে। করোনাকালীন দুর্যোগের কথা মাথায় না রেখে এই অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, করোনা মহামারীতে যখন মানুষের কর্মক্ষেত্র সংকুচিত হয়ে এসেছে, অধিকাংশ নগরবাসী যখন বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছে ঠিক সে সময়ে ঢাকা ওয়াসা আরেকবার পানির মূল্য বৃদ্ধি করেছে যা চরম অমানবিক। সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় না রেখে সরকারের এহেন সিদ্ধান্ত শুধু অমানবিক নয় চরম নিষ্ঠুরতা ও দারিদ্র্যের সাথে উপহাসের শামিল। দীর্ঘ সময়ে চলা লকডাউনে আয়-রোজগার কমে গিয়ে যেখানে সাধারণ মানুষ পরিবার চালাতে চরম হিমশিম খাচ্ছে সেখানে নতুন এই মূল্য বৃদ্ধি তাদের চরম ভোগান্তি বয়ে নিয়ে আসবে। এখনও পর্যন্ত ঢাকা ওয়াসা যেখানে নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহের নিশ্চয়তা দিতে পারেনি সেখানে গত ১৩ বছরে ১৪বার মূল্য করে গেছে যা চরম স্বেচ্ছাচারিতার বহি:প্রকাশ। যখন তাদের বেশি মনোযোগ দেয়ার দরকার স্যুয়ারেজ লাইনগুলো পরিষ্কার করে বর্ষায় জলাবদ্ধতা নিরসন করা তখন তারা মত্ত পানির অযৌক্তিক দাম বৃদ্ধিতে। এভাবে জনগণের সম্পদ লুটপাট করা হচ্ছে এবং অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে যা আর হতে দেয়া যাবে না।
বিবৃতিতে মাওলানা ইসহাক সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে পানির বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহে ঢাকা ওয়াসাকে বাধ্য করতে হবে। এই বর্ষায় জলাবদ্ধতা নিরসনে স্যুয়ারেজ ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে তড়িৎ ব্যবস্থা নিতে হবে।