ইসরাইলি দখলদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে বার্কিনেটে বিক্ষোভ

Published: 9 June 2021

লিভারপুর :

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নারকীয় হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ করেছে বার্কিহেডের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল কমিউনিটির লোকজনেরা। শিশু-কিশোর সহ নারী-পুরুষদের উপস্থিতিতে বিক্ষোভকারীদের একটাই দাবি ছিল- অনতিবিলম্বে যেন ইসরাইলের সকল নারকীয়তা বন্ধ হয়।

বিক্ষোভকারী ব্যানার,প্লে-কার্ড সহ বিভিন্ন প্রচারনার মধ্যে ফ্রি প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, স্লোগানে স্লোগানে পুরো এলাকা জাগিয়ে তোলেন। এসময় স্থানীয় কাউন্সিলের কাউন্সিলার সহ জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রীন পার্টির কাউন্সিলার পাট ক্লেরী, লেবার পার্টির কাউন্সিলার জো বার্ড সহ আরো অনেকই। ছোট শিক্ষার্থী সৈয়দা যুবায়দা বেগম এর প্রতিবাদী কবিতা আবৃতিতে মুগ্ধ হয়ে উঠেন বিক্ষোভকারীরা।
গত রবিবার বার্কিহেডের লাইব্রেরীর সামনে অনুষ্টিত বিক্ষোভ সমাবেশে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিও ছিল অনেক বেশী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশহাদ আলী, সৈয়দ শাহানুর আহমেদ, সৈয়দ মহসিন, সৈয়দ ইব্রাহীম প্রমুখ।

বিক্ষোভকারীরা বলেন, গাজা উপত্যাকায় ইসরাইলি নিষ্টুরতা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে এতে অংশগ্রহন করেন। এসব প্লে-কার্ডে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যাান্ড উইথ প্যালেস্টাইন ইত্যাদি ইত্যাদি। এসময় সকল কমিউনিটির লোকজন ফিলিস্তিনের পতাকা সহ তাদের নিজ নিজ দেশের পতাকা নিয়ে বিক্ষোভে অংশ গ্রহন করেন।