শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার প্রাথমিক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

Published: 12 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ জেলার প্রাথমিক সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা আজ শনিবার বিকাল ৪ টায় সুরবিতান ভবনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সামছুর রহমানের পরিচালনায় প্রধান বক্ত হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় সাধারন সম্পাদক কমরেড উজ্জল রায়, ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিক আন্দোলন হবিগঞ্জ জেলার উপদেষ্টা এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলার আহবায়ক মোখলেছুর রহমান, কৃষক নেতা জাফর আলী,প্রাথমিক সদস্য শ্রমিক নেতা ধনু মিয়া, শংকর শুক্লবৈদ্য, কাঞ্চন চক্রবর্তী, আরব আলী, আব্দুল বারিক, আব্দুল জব্বার, জাহির মিয়া, নারায়ন রবিদাস, শিবলাল রবিদাস, সাধন কালেন্দী প্রমুখ। উপস্থিত ছিলেন- বাসদ (মার্কসবাদী) নবীগঞ্জ উপজেলার সংগঠক ডাঃ সুব্রত চক্রবর্তী, চুনারুঘাট উপজেলা সংগঠক আব্দুল মালেক, আব্দুল মোতালিব, জীবন রবি দাস, শ্রমিকনেতা আব্দুল গণি, মোঃ আমীর মহসীন প্রমুখ।

প্রধান বক্তা হিসেবে কমরেড উজ্জল রায় বলেন- শ্রমিকদের অর্থনৈতিক দাবি নিয়ে আন্দোলন করার পাশাপাশি শ্রমিকের মুক্তির জন্য শ্রমিক শ্রেণীর আদর্শের সংগঠন গড়ে তুলতে হবে। হবিগঞ্জ শহর এক সময় রিক্সার শহর ছিল। বর্তমানে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ফলে পায়ের রিক্সার জায়গায় ব্যাটারি চালিত অটোরিক্সা আসছে। তাই অবিলম্বে অটোরিক্সাগুলোর নাম্বার প্লেইট প্রদান করে নির্বিঘ্নে চলার ব্যবস্থা করতে হবে। চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরী ৫০০/- টাকা প্রদানসহ প্রয়োজনীয় অধিকার বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।