ইরাকে মার্কিন দূতাবাস ও ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা

Published: 8 July 2021

পোস্ট ডেস্ক :

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালেই তিনটি রকেট ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে। ইরাকের সেনাবাহিনী এ তথ্য জানিয়ে বলেছে, দিনের শেষে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় মার্কিন দূতাবাসের কোনো ক্ষতি হয়নি। তবে ইরাকের রাজধানী বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অন্য তিনটি স্থানে বেশ ক্ষতি হয়েছে। বার্তা সংস্থা এএফপি’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ফ্রান্স ২৪।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক এবং কূটনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলাগুলোর জন্য দায়ী করা হয় ইরানপন্থি অস্ত্রধারী গ্রুপগুলোকে। বলা হয়, এসব গ্রুপকে ইরানের রাষ্ট্রমদতপুষ্ট আধাসামরিক বাহিনী সমর্থন দেয়।

 

ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে এখনও ইরাকে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ২৫০০ সেনা। এ বছর ইরাকে তাদেরকে লক্ষ্য করে কমপক্ষে ৫০ বার হামলা করা হয়েছে। গত কয়েকদিনে এই হামলা বৃদ্ধি পেয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে মার্কিন সেনারা অবস্থান করেন এমন একটি বিমান ঘাঁটিতে ১৪টি রকেট ছোড়া হয়েছে। এতে দু’জন সামান্য আহত হয়েছে।

এ হামলার দায় স্বীকার করেছে শিয়া উগ্রবাদী একটি গ্রুপ ‘রিভেঞ্জ অব আল মুহান্দিস ব্রিগেড’। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের তথ্যমতে, তারা নিষ্ঠুর দখলদারিত্বকে পরাজিত করার প্রত্যয় ঘোষণা করেছে। ইরানের আধা সামরিক বাহিনী হাশেদ আল শাবির আবু মাহদি আল মুহান্দিসের নামে এই গ্রুপটির নামকরণ করা হয়েছে। আবু মাহদি আল মুহান্দিসকে গত বছর যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় হত্যা করা হয়েছে। ওই হামলায় আরও হত্যা করা হয়েছে ইরানের সাবেক কমান্ডার কাসেম সোলাইমানিকে। গত মাসেও সিরিয়া ও ইরাকে ইরানপন্থি যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার যে রকেট হামলা করা হয়েছে, তা পতিত হয়েছে আইন আল আসাদ ঘাঁটিতে। জোটের মুখপাত্র ওয়েনি মারোত্তো টুইটে এ কথা বলেছেন। তিনি এতে আরো বলেছেন, এতে স্থানীয় স্থানীয় কিছু বাড়ি ও একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।