তাহিরপুর থেকে যেভাবে উদ্ধার হল কলেজ ছাত্রী

Published: 12 July 2021

তাহিরপুর সংবাদদাতা :


অপহরণের ২৫ দিন পর সুনামগঞ্জে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ওই অপহরণ মামলার প্রধান আসামি জেলার তাহিরপুর উপজেলার ভোলাখালী গ্রামের পিকআপ চালক আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আরিফ উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ভোলাখালী গ্রামের পিকআপ চালক কফিল উদ্দিনের ছেলে।

 

তাহিরপুর (সার্কেল) এএসপি মো. বাবুল আখতার জানান, থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল রোববার ভোর সাড়ে ৬টার দিকে তাহিরপুর-আনোয়ারপুর সড়কের মধ্যতাহিরপুর সড়ক থেকে অপহরণ মামলার প্রধান আসামি আরিফকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রসঙ্গত, করোনাকালীন কলেজ বন্ধ থাকায় সুনামগঞ্জে গ্রামের বাড়িতে থাকা এক মেধাবী কলেজছাত্রীকে তাহিরপুর উপজেলার ভোলাখালী গ্রামের আরিফ হোসেন প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। আরিফ তার কয়েক সহযোগীসহ ১৬ জুন দুপুরের দিকে ওই কলেজছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।