পাঁচ হাজার কিলোমিটার শক্তিসম্পন্ন মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের

Published: 28 October 2021

পোস্ট ডেস্ক :

চীনের কপালের ভাঁজ আর একটু চওড়া হল। ভারত বুধবার রাতে তাদের নবতম মিসাইল অগ্নি-v এর পরীক্ষামূলক উৎক্ষেপণ সাফল্যের সঙ্গে সমাধা করেছে। এই মিসাইল পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তূকে নির্ভুলভাবে আঘাত করতে পারবে। এর আগে ভারতের মিসাইল এর রেঞ্জ ছিল দেড় হাজার কিলোমিটার। বুধবার রাত সাতটা পঞ্চাশ মিনিটে অগ্নি-v এর উৎক্ষেপণ করা হয় ওড়িশা উপকূলের এ পি জে আব্দুল কালাম লঞ্চপ্যাড থেকে। এই প্রথম কোনও মিসাইলের পরীক্ষা হল রাতে। বিজ্ঞানীরা পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রা সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই অগ্নি-v এর ওজন ৫০ টন, উচ্চতা ১৭ মিটার এবং এটি শব্দের গতির থেকে ২৪ গুন দ্রুত ছোটে।
এই ক্ষেপণাস্ত্র পাওয়ায় ভারতের প্রতিরক্ষা আরও জোরদার হল মনে করছে তথ্যভিজ্ঞ মহল।