ইতিহাসের পাতায় নাম লেখালেন বেনজেমা

Published: 4 November 2021

পোস্ট ডেস্ক :


এবারের ব্যালন ডি’অরে মেসির প্রতিদ্বন্দ্বী করিম বেনজেমা। দুর্দান্ত খেলে যাচ্ছেন লা লিগায়। রিয়াল মাদ্রিদের ‘গোল মেশিন’ তিনি। বলতে গেলে স্প্যানিশ জায়ান্টদের একাই জিতিয়ে নিয়ে চলেছেন।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই এসেছে বেনজেমার পা ছুঁয়ে।

আর সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচে দলকে জেতানোর পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ১৪ মিনিটে শাখতারের জালে বল জড়ানোর পর পরই জানা গেল, প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বুধবার হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করেছে রিয়াল। আর সেই হাজারতম গোলটি করলেন বেনজেমা।

মাচে বেনজেমার দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদ লিড নিলেও ৩৯তম মিনিটে শাখতারকে সমতায় ফেরান ফার্নান্দো। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে ফের লিড নিতে একের পর এক আক্রমণ চালায় রিয়াল। ৬১ মিনিটে সফল হয় তারা। ফের ফরাসি ফরোয়ার্ড ত্রাতা হয়ে আসেন। নিজের জোড়া ও জয়সূচক গোলটি করেন।

বাকিটা সময় আর গোল পরিশোধ করতে পারেনি শাখতার। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস বাঙ্কোসরা।

এ জয়ের পর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান শাখতারের। আর একই দিনে শেরিফ তিরাসপোল হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ইন্টার। ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে শেরিফ।