বড়লেখায় ৪ ইউপি ছাত্রলীগ ও কুলাউড়ায় ৩ বিএনপি নেতাকে বহিস্কার ও অব্যাহতি

Published: 24 November 2021

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ছাত্রলীগের ৪ নেতাকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তিনজনকে এবং বিদ্রোহী প্রার্থী হওয়ায় একজনকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুমান অহমদ, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি ছাত্রলীগের সভাপতি মাছুম আহমদ এবং দাসেরবাজার ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্ত দাস। এর মধ্যে দাসেরবাজার ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বিমান কান্তি দাস আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমানের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েছেন।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ জানান, বহিষ্কৃতরা সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। এছাড়া একজন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে কুলাউড়া উপজেলা বিএনপির ৩ নেতাকে ২৪ নভেম্বর বুধবার দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়ে ৭ ডিসেম্বরের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

কুলাউড়া উপজেলা বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নির্মলেন্দু ভট্রাচার্য্য, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক আল আমিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করছেন। যার ছবি স্যোশাল মিডিয়া ও স্থানীয় গণমাধ্যমে প্রচার হওয়ার পর দলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে তাদেরকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি ও আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো। অন্যাথায় আনিত অভিযোগ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুলাউড়া উপহেজলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।