মা হচ্ছেন ন্যানসি

Published: 13 January 2022

পোস্ট ডেস্ক :


জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। একটি ভিডিও পোস্ট করে এমনটাই আভাস দিয়েছেন এই সংগীত তারকা।

ফেসবুকে সেই ভিডিওটির ক্যাপশানে ন্যান্সি স্বামী মহসিন মেহেদীকে অভিন্দন জানিয়ে লিখেছেন, একটি নতুন ঘটনা ঘটতে যাচ্ছে যা একান্তই তোমার নিজস্ব।

এ বিষয়ে নিশ্চিত হতে ন্যানসিকে ফোন দেওয়া হলে তাঁর নিয়মিত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ন্যান্সির একটি ঘনিষ্ট সূত্র তাঁর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছেন।

গত বছরের আগস্টের শেষ সপ্তাহে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে তৃতীয় বিয়ে করেন ন্যান্সি। স্বামী মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি।

দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আনতে এপ্রিলে এক ফেসবুক স্ট্যাটাসে দ্বিতীয় স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে একসঙ্গে থাকছেন না বলে জানান। ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। এই দুই সংসারে ন্যানসির দুই কন্যা সন্তান আছে।