ভক্তদের করোনা অভিজ্ঞতা জানালেন মেসি

Published: 14 January 2022

পোস্ট ডেস্ক :


সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথমবার এতে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। এটা এমন একটা ভাইরাস, শরীরে যেটার উপস্থিতি অনেকে হয়তো টেরই পান না। আবার অনেকে পড়েন ভোগান্তিতে। মেসি নিজেও সেই ভোগান্তির শিকার। প্রায় সুস্থ হওয়ার পথে থাকা পিএসজি তারকা ভক্তদের উদ্দেশ্যে এক বার্তায় নিজের করোনা অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘আপনারা জানেন, আমার কোভিড হয়েছিল এবং যারা শুভকামনা জানিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আমি স্বীকার করছি, ভালো হতে যত সময় লাগবে ভেবেছিলাম, তার চেয়ে বেশি সময় লাগছে। তবে আমি প্রায় সুস্থ হয়ে উঠেছি এবং মাঠে নামার জন্য আমার তর সইছে না। গত কয়েক দিন অনুশীলন করেছি, শতভাগ সুস্থ হওয়ার চেষ্টা করছি।’

এদিকে পিএসজি ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এর মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের আগামী দুই ম্যাচে মেসিকে না পাঠানোর ব্যাপারে একমত হয়েছে। আগামীকাল ১৫ জানুয়ারি ব্রেস্তের বিপক্ষে লিগ ম্যাচে নামবে পিএসজি। ওই ম্যাচে না খেললেও মেসি খুব দ্রুত ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন, ‘এ বছর অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং আশা করি, খুব দ্রুত আমাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ।’