জোকোভিচকে আটক করল অস্ট্রেলিয়া সরকার

Published: 15 January 2022

পোস্ট ডেস্ক :


বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে নিয়ে নাটক শেষ হচ্ছে না! সার্বিয়ান নোভাক জকোভিচের ভিসা বাতিল নিয়ে আপিল শুনানির আগে তাকে আটক করে রেখেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচ খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে এই শুনানির ওপর।

করোনার টিকা না নেওয়া জকোভিচকে জনসাধারণের জন্য ‘হুমকি’ অ্যাখ্যায়িত করে অস্ট্রেলীয় সরকার দ্বিতীয় দফা তার ভিসা বাতিল করে দেওয়ার পর বহিঃসমর্পণের মুখে পড়েন তিনি।

অস্ট্রেলিয়া সরকারের এ সিদ্ধান্তকে অযৌক্তিক অ্যাখ্যা দিয়ে আপিল করেছেন জকোভিচের আইনজীবীরা। রবিবার এর শুনানি হবে। অস্ট্রেলিয়ান ওপেনের সূচি অনুযায়ী সোমবারই মেলবোর্নে জকোভিচের খেলার কথা।

শেষ পর্যন্ত জকোভিচ খেলতে পারেন কিনা, তা নির্ধারিত হবে তার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শুনানির রায়ে।