বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

Published: 22 April 2022

সংবাদ বিজ্ঞপ্তি :


যুক্তরাজ্যস্হ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও পূর্ব লন্ডনের গ্রীনষ্ট্রিটের বাংলা পাড়া মুন রেষ্টুরেন্টে কমিউনিটির সর্বস্তরের জনগনের উপস্হিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আল কোরআন একাডেমী লন্ডন এর প্রতিষ্টাতা হাফেজ মুনির উদ্দীন আহমদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চার নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন।

ইফতার পরবর্তি ক্লাবের সভাপতি নাজিম উদ্দিনের সভাপত্তিতে ও সাধারন সম্পাদক আব্দুল মোমিন বেলাল এবং সহসভাপতি মুহাম্মদ হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হাফেজ মুনির উদ্দীন বলেন ২০১০ সালে প্রতিষ্ঠিত আল কোরআন একাডেমী এই পর্যন্ত ৮টি ভাষায় অর্থসহ তরজমা করে প্রায় দেড় মিলিয়ন পবিত্র আল কোরআন বিশ্বের বিভিন্ন দেশে বিতরন করা হয়েছে এবং তিনি আরও বলেন অর্থসহ কোরআন বুঝে পড়ার আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহবান জানান। এছাড়া বড়লেখা ফ্রেন্ডস ক্লাব উনার মাধ্যমে বড়লেখা উপজেলায় ৭০০শত কপি বাংলা অনুবাদ সহ কোরআন বিতরনের ভূয়সি প্রশংসা করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি আহমদ জুবায়ের লিটন, ক্লাবের প্রধান উপদেষ্টা শাহাব উদ্দিন, আব্দুস শুক্কুর, লিয়াকত খাঁন, সলিসিটর সালাহ উদ্দীন সুমন। ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্হিত ছিলেন লিটন আহমেদ, শাহাব উদ্দীন জুনিয়র, ইমরান আহমেদ, হাছান পারভেজ রাছেল, এলাইছ আহমদ, সালাহ উদ্দীন এনাম, আবুল কাসেম, সিপার উদ্দিন, সিরাজ উদ্দিন, হাফিজ উদ্দিন, জসিম আহমেদ, কাজল সরকার, সুমন আহমদ, সাইদুর রহমান, আম্বির হোসেন, আলী হোসেন, ফখরুল ইসলাম এবং রেষ্টুরেন্ট এর সত্বাধীকারী আসুক আহমেদ সহ আরও অনেকে।

পরিশেষে আল কোরআন একাডেমির পক্ষ থেকে কোরআন ও কোরআনের দাবী নামক একটি বই উপস্হিত সকলের নিকট উপহার দেয়া হয়।