আরো এক-দুই বছর রোনালদোকে ম্যানইউতে দেখতে চান বেকহাম
পোস্ট ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদোর আরো এক মৌসুমের চুক্তি রয়েছে। তবে ‘সিআরসেভেন’ ম্যানইউ ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছে। ইংল্যান্ড ও ম্যানইউয়ের সাবেক তারকা ডেভিড বেকহাম চান, রোনালদো যেন এখানেই থেকে যান।
রোনালদোর ম্যানইউতে থাকা প্রসঙ্গে স্কাই স্পোর্টসকে বেকহাম বলেন, ‘রোনালদোর জন্য এটা গুরুত্বপূর্ণ।
আমরা সবাই জানি, ইউনাইটেড তার কতটা জুড়ে আছে। সে নিজে যেটা সবচেয়ে ভালো পারে, এখনও তা করে যাচ্ছে। এখনো সে তার সেরাটা করছে। গোল করছে, সুযোগ তৈরি করছে। এই বয়সে এমন খেলাটা সত্যিই অবিশ্বাস্য। আশা করি, আরও এক-দুই বছর এটা চলতে থাকবে। ’
বেকহামের চাওয়া অনুযায়ী রোনালদো যদি ম্যানইউতে থেকেই যান তাহলে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না তাঁর। কারণ, প্রিমিয়ার লিগে বাজে পারফরমেন্সের কারণে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা হারিয়েছে রেড ডেভিলরা।