মাধবপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ,গাঁজা ও ফেনসিডিলসহ আটক-৪
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা গাঁজা ও ফেনসিডিলসহ ৪ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭জুন) সকাল সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ডাকবাংলোর সামনে পাকা রাস্তা হইতে জমিলা বেগম (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর থানার এসআই হুমায়ূন আহমেদ।
অপর দিকে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইসমাইল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ সোমবার (৬ জুন) সন্ধ্যায় দেওগাঁও জামে মসজিদের পশ্চিম পাশে গিলাতলী গামী রেল ক্রসিং সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ লিটন (২১)ও ইসমাইল (২২) নামে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।
একইদিন তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্সসহ সাড়ে ৩টার সময় শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ১০ নং সেকশনের সিটকাটা কাঁচা রাস্তার সামনে অভিযান চালিয়ে অপু বর্মন (২৫) নামে ১জন মাদক ব্যবসায়ীকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।
আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে বলে মঙ্গলবার (৭জুন) সন্ধ্যায় মাধবপুর থানা, হবিগঞ্জ জেলা ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
এছাড়াও তিনি জানান, ওয়ারেন্ট মূলে ৩ জন পলাতক আসামিসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।