পশ্চিমবঙ্গের সীমান্তে কথিত ১১ বাংলাদেশী গ্রেপ্তার

Published: 19 July 2022

পোস্ট ডেস্ক :


ভারত-বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল থেকে ২৪ ঘন্টায় দুটি ভিন্ন স্থান থেকে কথিত ১১ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তারের দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। এতে বলা হয়, রোববার অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রম করার সময় উত্তর দিনাজপুর জেলা সংলগ্ন সীমান্ত থেকে দু’বাংলাদেশীকে গ্রেপ্তার করেছে ১৭৫ ব্যাটালিয়ানের সদস্যরা। কথিত ওই দুই বাংলাদেশীর নাম মোহাম্মদ নোবার এবং আনারুল। তাদের বাড়ি দিনাজপুর এবং কুড়িগ্রাম জেলায়। অনিয়মিত শ্রমিক হিসেবে তারা কাজের সন্ধানে হরিয়ানা যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তাদেরকে হস্তান্তর করা হয়েছে কালিয়াগঞ্জ পুলিশ স্টেশনে। অন্য ঘটনায় এনবি ৩ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা কোচবিচার জেলা থেকে ৯ ব্যক্তিকে সোমবার মেখলীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। এর মধ্যে অল্প বয়সী বাচ্চাও রয়েছে। তারা হলেন শাকিব মালিক, তার স্ত্রী, ছেলে ও এক মেয়ে।

আর আছেন আবদুল্লাহ শেখ, তার স্ত্রী ও তিন মেয়ে। তাদের বাড়ি যশোরে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে কিছু বাংলাদেশী মুদ্রা ও মোবাইল ফোন। তাদেরকেও পুলিশে হস্তান্তর করা হয়েছে।