বিয়ানীবাজার পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ

Published: 14 August 2022

সিলেট অফিস :


সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ৬২ কোটি ১১ লক্ষ ৫৫ হাজার টাকার বাজেট পেশ করা হয়েছে। রোববার সাংবাদিক ও সুধিজনের উপস্থিতিতে বাজেট পেশ করেন পৌরসভার মেয়র ফারুকুল হক। প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৮৫ লক্ষ ৪৭ হাজার টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ২৬ লক্ষ ৮ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৯ লক্ষ ৮০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত রাখা হয়েছে ২৫ লক্ষ ৪৫ হাজার টাকা। ২০২২-২০২৩ অর্থ বছরে উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ৫৭ কোটি ৪১ লক্ষ ১২ হাজার টাকা। উন্নয়ন উদ্বৃত্ত ৬৩ হাজার টাকা। এবারের বাজেটে নতুন করে কোন করারোপ করা হয়নি।
বাজেট অগ্রাধিকার দেওয়া হয়েছে, রাস্তা-ঘাট , ব্রীজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ নেটওয়ার্কের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা ও জলাবদ্ধতা দূরীকরণ, সার্বক্ষনিক তদারকির মাধ্যমে ড্রেনেজ সিষ্টেম চালু রাখা, প্রয়োজনীয় পরিমাণ ডাস্টবিন নির্মাণ ও প্লাষ্টিক ড্রাম সরবরাহের মাধ্যমে গার্ভেজ সংরক্ষন, প্রতিদিন শহর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পৗরশহরের গুরুত্বপূর্ণ স্থানে ষ্ট্রীট লাইট স্থাপন, মশক নিধন অভিযান, বিশুদ্ধ পানির চাহিদা পূরণের লক্ষ্যে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের কাজ চুড়ান্ত করা, শতভাগ স্যানিটেশন কার্যক্রম অব্যাহত রাখার কর্মসূচী গ্রহণ। ২টি পাবলিক টয়লেট নির্মাণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, খেলাধূলার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অনুদান প্রদান, নিয়মিত টিকাদান কর্মসূচী অব্যাহত রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচী গ্রহণ, জন-স্বাস্থ্যমূলক যে কোন জরূরী প্রয়োজনে যেমন প্রাকৃতিক দূর্যোগ, খরা, বন্যা ইত্যাদিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৃক্ষরোপন ও সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, পৌর কিচেন মার্কেট এ মাছ ও সবজি বাজার চালু করার পদক্ষেপ গ্রহণ, বাজারের দুই প্রান্তে জনসাধারণের বাসে উঠা নামার সুবিধার্থে বাস স্টপিজের ব্যবস্থা গ্রহণ, পৗরসভার বাস টার্মিনাল চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পৌরসভার প্রবেশদ্বারে ও শেষ প্রান্তে গেইট নির্মাণের পরিকল্পণা গ্রহণ, যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, পৌরশহরকে সিসি ক্যামেরার আওতায় নেওয়ার উদ্যোগ, জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখাকে ঢেলে সাজানোর উদ্যোগ, শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, ডিজিটাল পৌরসভা গঠনের লক্ষ্যে একটি স্মার্ট ওয়েব সাইট তৈরী করা, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও যুব সমাজের বিনোদনের জন্য খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মসূচী গ্রহণের উদ্যেগ গ্রহণ, সন্ত্রাস ও মাদকমূক্ত নান্দনিক পৌরসভা গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, শিশু পার্ক নির্মাণের জন্য নিজস্ব ভুমি সহ আরোও ভুমি ক্রয়ের উদ্যোগ গ্রহণসহ আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় অগ্রাধিকার পেয়েছে।

বাজেট বক্তৃতায় মেয়র বলেন, এই বাজেটে নতুন কোন পৌর কর আরোপ করা হয়নি। তবে বাজেটের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্তে নিয়মিত পৌরকর পরিশোধ করার তাগিদ দেন তিনি। তিনি বলেন, যে কোন ধরণের অবকাঠামো নির্মাণের পূর্বে পৌরসভার আইন মেনে অনুমতি গ্রহণপূর্বক পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরে সাহায্য করবেন এবং পৌরসভা পরিচালনায় তিনি পৌরবাসীর সুচিন্তিত মতামত কামনা করেন। মেয়র বলেন, আমার এ পরিষদ ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের প্রচেষ্টা ও আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এ প্রিয় শহরকে একটি আধুনিক পরিচ্ছন্ন বাসযোগ্য সবুজ সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এর আগে পৌরসভার হল রুমে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক সরোয়ার হোসেন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক প্রিয়তোষ চক্রবর্তী, কবির আহমদ, খলিল চৌধুরী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, সিনিয়র সাংবাদিক এম.হাসানুল হক উজ্জ্বল, সাবেক চেয়ারম্যান মাসুক আহমদসহ আরো অনেকে।