লন্ডন মেট্রোতে কেউ চিনল না দুবাইয়ের যুবরাজকে

Published: 16 August 2022

পোস্ট ডেস্ক :


দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম তার পরিবার এবং বন্ধুদের সঙ্গে ছুটিতে লন্ডনে রয়েছেন। যুবরাজ হামদান তার ১ কোটি ৪৫ অনুসরণকারীর জন্য নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিছু মুহূর্ত শেয়ার করেছেন।

মজার বিষয় হচ্ছে, মেট্রো ট্রেনে (যা লন্ডনে টিউব নামে পরিচিত) তাকে কেউই চিনতে পারেনি। দৃশ্যত তিনি নির্ভাবনায় বেড়িয়েছেন যুক্তরাজ্যের রাজধানীর এই অপরিহার্য গণপরিবহনে।

যুবরাজ হামদানের অনলাইন পোস্টগুলো ভাইরাল হয়েছে। একটিতে তাকে দেখা যায় লন্ডন আন্ডারগ্রাউন্ড অর্থাৎ টিউবে। অন্তত মধ্যপ্রাচ্যের খুব কম মানুষই রাজ পরিবারের কাউকে গণপরিবহনে যাতায়াতের আশা করতে পারে। সুতরাং বিষয়টি অনেককেই অবাক করেছে।

দ্রুতগতির পরিবহন ব্যবস্থা লন্ডন আন্ডারগ্রাউন্ড (এলইউ) বৃহত্তর লন্ডন এবং সংলগ্ন বাকিংহামশায়ার, এসেক্স এবং হার্টফোর্ডশায়ার কাউন্টির কিছু অংশে সেবা দেয়।

ভাইরাল হওয়া এক ছবিতে শেখ হামদানকে তার বন্ধুর সঙ্গে একটি ভিড়ে ঠাসা টিউব ট্রেনের বগির মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দেখেই বোঝা যায়, উভয়েই ট্রেনের অন্য যাত্রীদের কাছে অচেনা।

দুবাইয়ের যুবরাজ প্রায় এক সপ্তাহ আগে শেয়ার করা পোস্টের ক্যাপশনে বলেন, ‘আমাদের অনেক দূর যেতে হবে এবং বন্ধু বদর ইতিমধ্যেই বিরক্ত। ’

অন্য একটি ছবিতে দেখা যায়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমও লন্ডনে ছুটিতে হামদানের সঙ্গে যোগ দিয়েছেন।

এবার কারো নজরে না পড়লেও গত মাসে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেখ হামদানকে লন্ডনে বাস করা দুবাইয়ের লোকজনের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়। ওই লোকজন যুবরাজকে তার গাড়িতে দেখে চিনে ফেলেছিলেন।

আগের সেই ভিডিওটি পোস্ট করেছিলেন যুবরাজের বন্ধু এবং নিয়মিত ভ্রমণসঙ্গী আহমেদ জাবের আল হারবি। এর ক্যাপশনে লেখা ছিল: ‘যখন একজন দুবাইয়ের বাসিন্দা #লন্ডনে @faz3 কে দেখে ফেলেন। ’

প্রসঙ্গত, দুবাইয়ের যুবরাজ দেশবাসীর কাছে ‘ফাজা’ ডাকনামে পরিচিত।