আকবর আলি খানের জানাজা সম্পন্ন
বিশেষ সংবাদদাতা :
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এখন মিরপুরের শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে লাশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. আকবর আলি খান ইন্তেকাল করেছেন গতকাল রাত ১০টার দিকে। সাবেক আমলা আকবর আলি খান লেখক হিসেবেও ছিলেন খ্যাতিমান। এছাড়া, জাতির প্রায় প্রতিটি সংকটের সময়ে নিজের মতামত প্রকাশ করতেন তিনি। কখনও সেমিনারে, টিভি পর্দায় কিংবা পত্রিকায় লেখালেখির মাধ্যমে জানাতেন নিজের অবস্থান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই ছাত্র কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়েছেন অর্থনীতি। পিএইচডিও করেন অর্থনীতিতে। সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনেও ছিলেন নিষ্ঠাবান।
অবসর নেন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে। এর পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ড. ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়েছিলেন তিনি। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিরোধ দেখা দিলে পদত্যাগ করেন। লেখক হিসেবেও অধিক পরিচিতি ছিল আকবর আলি খানের। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য বিচিত্র বিষয়ে লিখে গেছেন তিনি। তার সর্বশেষ আত্মজীবনী গ্রন্থ ‘পুরনো সেই দিনের কথা।’ একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের জীবনের উন্মেষ ও বিকাশের কথা উঠে এসেছে এই গ্রন্থে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জলাভূমিতে বড় হওয়া ছেলেটির জীবন এরপর ক্রমশ বিস্তৃত হয়েছে নানা ক্ষেত্রে। ‘হিস্ট্রি অব বাংলাদেশ’ ‘পরার্থপরতার অর্থনীতি’, ‘বাংলায় ইসলাম প্রচারে সাফল্য’, ‘বাংলাদেশের সত্তার অন্বেষা’, ‘ডিসকভারি অব বাংলাদেশ’ ইত্যাদি বই লিখেছেন তিনি। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ঢাকা কলেজের ছাত্র আকবর আলি খান এক বছরের জন্য লাহোরের সিভিল সার্ভিস অ্যাকাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর এস.ডি.ও হিসেবে তার কর্মস্থল হয় হবিগঞ্জে। মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয় সহ পল্লী উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয়ে কাজ করেন।