দুইবারের বুকার জয়ী ব্রিটিশ লেখিকা হিলারি ম্যান্টেল আর নেই
পোস্ট ডেস্ক :
দুইবারের বুকার জয়ী ব্রিটেনের খ্যাতনামা সাহিত্যিক ডেম হিলারি ম্যান্টেল আর নেই। শুক্রবার ৭০ বছর বয়সে মারা গেছেন তিনি। তার প্রকাশক ফোর্থ এস্টেট বুকস এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
টুইটারে ফোর্থ এস্টেট বুকস লিখেছে, ‘আমাদের প্রিয় লেখক, ডেম হিলারি ম্যান্টেলের মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।
তার পরিবার পরিজন বিশেষ করে তার স্বামী গেরাল্ডের জন্য আমাদের সমবেদনা। তার মৃত্যু ভয়াবহ ক্ষতি। কর্মজীবনে তিনি আমাদের যা দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। ‘
তিনি তার মহাকাব্য দ্য উলফ হল ট্রিলজির জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনিই প্রথম ব্রিটিশ নারী সাহিত্যিক যিনি দুবার বুকার জিতেছেন।
টিউডরদের রক্তাক্ত ইতিহাস নিয়ে তার প্রথম উপন্যাস `উলফ হল` এর জন্য ২০০৯ সালে তিনি প্রথমবার এই পুরস্কার জিতেন। এবং এই বইয়েরই পরের পর্ব `ব্রিং আপ বডিস`এর জন্য ২০১২ সালে দ্বিতীয়বারের মত বুকার পুরস্কার জিতেন তিনি।
আজ অবধি দ্য উলফ হল ট্রিলজি বিশ্বব্যাপী ৫০ লাখের বেশি বিক্রিসহ ৪১টি ভাষায় অনুবাদ করা হয়েছে।
ম্যান্টেল ১৯৫২ সালের ৬ জুলাই ইংল্যান্ডের ডার্বিশায়ারের গ্লসপেতে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং শেফিল্ড ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেছেন। ম্যান্টেল সমাজকর্মী হিসেবে নিযুক্ত ছিলেন এবং ১৯৮০ এর দশকের মাঝামাঝি ব্রিটেনে ফিরে আসার আগে পাঁচ বছর বতসোয়ানায় এবং চার বছর সৌদি আরবে বসবাস করেন। ১৯৭২ সালের ২৩ সেপ্টেম্বর তিনি ভূতাত্ত্বিক গেরাল্ড ম্যাকউইয়েনকে বিয়ে করেছিলেন।