লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে উড়িয়ে দিলো আর্সেনাল

Published: 1 October 2022

পোস্ট ডেস্ক :
টানা ৭ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো টটেনহ্যাম হটস্পার। উত্তর লন্ডন ডার্বিতে স্পারদের ৩-১ গোলে উড়িয়ে শীর্ষ স্থান মজবুত করেছে আর্সেনাল। গানারদের হয়ে একটি করে গোল করেছেন টমাস পার্টি, গ্যাব্রিয়েল জেসুস ও গ্রানিত শাকা।
টানা ৬ জয়ের পর নিজেদের সপ্তম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারে আর্সেনাল। তবে টটেনহ্যামকে পাত্তা দেয়নি মিকেল আর্তেতার দল। নিজেদের এমিটেরস স্টেডিয়ামে ২০তম মিনিটে টমাস পার্টির গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৩১তম মিনিটে পেনাল্টি থেকে টটেনহ্যামকে ম্যাচে ফিরিয়েছিলেন হ্যারি কেইন।
তবে দ্বিতীয়ার্ধে আর্সেনালের আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে আন্তেনিও কন্তের শিষ্যরা। ৪৯তম মিনিটে গানারদের হয়ে দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে যোগ দেয়ার পর লীগে ৮ ম্যাচে এটি জেসুসের পঞ্চম গোল। পাশাপাশি ৩টি অ্যাসিস্টও করেছেন এই ব্রাজিলিয়ান।
৬২তম মিনিটে মার্টিনেলিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন টটেনহ্যাম মিডফিল্ডার এমারসন রয়্যাল। একজন বেশি নিয়ে খেলার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় আর্সেনাল।

পাঁচ মিনিট বাদেই মার্টেলেনির সহায়তায় টটেনহ্যামের জালে বল পাঠান শাকা।
৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচ খেলে তিন নম্বরে থাকা টটেনহ্যামের সংগ্রহ ১৭ পয়েন্ট।