কাতারে এক স্টেডিয়ামের দুই নাম!

Published: 9 October 2022

পোস্ট ডেস্ক :


সল্টলেক স্টেডিয়াম বললেই আপনি পৌঁছে যাবেন কলকাতার পূর্বপ্রান্তের বিশ্ববিখ্যাত স্টেডিয়ামটিতে। আবার যদি বলেন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবো তাহলেও ক্যাব ড্রাইভার আপনাকে পৌঁছে দেবে ওই জায়গাতেই। তবে কাতারেও ভিন্ন। আহমেদ বিন আলি স্টেডিয়ামও যা আল রায়হান স্টেডিয়ামও তা। উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন নামে কিই-বা আসে যায়। তাই কাতারের ১৯৬০ থেকে ৭২ সাল পর্যন্ত আমির পদে বসা আহমেদ বিন আলি থানির নামে নামাঙ্কিত এই স্টেডিয়ামটি। এটি যাদের হোমগ্রাউন্ড সেই আল রায়হান ক্লাবের নামে জনপ্রিয় হয় তাতে সমস্যা কোথায়?
২০০৩ সালে স্টেডিয়াম তৈরি হয় আল রায়হানের হেডকোয়ার্টার হিসেবে। তখন এই স্টেডিয়ামে দর্শক আসন ছিল ২০ হাজার ২৮২। কাতার বিশ্বকাপের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পর স্টেডিয়ামটি ভেঙে ফেলা হয় ২০১৫ সালে। কাতারি সংস্থা আল বালাগ আর বহুজাতিক সংস্থা লারসেন টুবড়ো নির্মাণ করেছে এই স্টেডিয়াম।

বলা হয়ে থাকে স্টেডিয়াম ভেঙে ফেলার পর সেই উপকরণ দিয়েই এই স্টেডিয়াম নির্মিত হয়েছে। বর্তমানে আসন সংখ্যা ৪৪ হাজার ৭৪০। আল রায়হান ছাড়াও অল খাটরিয়াত নামে একটি ক্লাবের হোম গ্রাউন্ড এই স্টেডিয়াম। যদিও খাটরিয়াত খুব জনপ্রিয় নয় বলে রায়হানের নামেই এই স্টেডিয়াম পরিচিত। ২০২০ সালের ১৮ই ডিসেম্বর স্টেডিয়ামটির উদ্বোধন হয় নতুন করে। ১৮ই ডিসেম্বর তারিখটি কাতারির কাছে খুব গুরুত্বপূর্ণ। ওইদিন তাদের জাতীয় দিবস। প্রাক্তন আমিরের নামে স্টেডিয়ামও সেদিন উদ্বোধন করাটাও কাতারিদের কাছে তৎপর্যপূর্ণ।