ইরানে বিক্ষোভে নিহত বেড়ে ৪৪৮

Published: 30 November 2022

পোস্ট ডেস্ক :


ইরানে পুলিশের হাতে নিহত বিক্ষোভকারীর সংখ্যা বেড়ে ৪৪৮ জনে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ওই বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে একটানা দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভ চলছে। নিহতদের মধ্যে রয়েছে অন্তত ৬০ শিশু এবং ২৯ নারী। নরওয়েভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’-এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়েছে, মূলত জাতিগত সংখ্যালঘু এলাকাগুলোতেই সবথেকে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত সপ্তাহে মারা গেছে ১৬ জন। এই হিসেবে শুধুমাত্র বিক্ষোভ চলাকালীন নিহতের সংখ্যা যুক্ত করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজদেহ জানান, বিক্ষোভে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এটাই প্রথম ইরানি কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি স্বীকার করে নেয়া হয়েছে। যত মানুষের মৃত্যু হয়েছে তার অর্ধেকই হয় কুর্দি নয়ত সুন্নি সংখ্যাগরিষ্ঠ এলাকা।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তানে অন্তত ১২৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।