মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত এসআইকে হেলিকপ্টার ঢাকায়

Published: 16 January 2023

বিশেষ সংবাদদাতা :


অবরুদ্ধ করে রাখা বাবা-মাকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এসআই আতিকুল্লাহ।

তাকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই র‌্যাবের একটি হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া নাটাই উত্তর ইউনিয়নে বেহাইর গ্রামে রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাটাই উত্তর ইউনিয়নে বেহাইর গ্রামের বজলু মিয়া ও তার স্ত্রীকে ঘরে অবরুদ্ধ করে রাখে তাদের সন্তান নেশাগ্রস্ত ও বুদ্ধিপ্রতিবন্ধী সাইদুল ইসলাম।

৯৯৯ থেকে কল পেয়ে ঘটনা জানতে পেরে রোববার সন্ধ্যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। তার আগে দুপুর থেকেই সাইদুল ইসলাম নেশার টাকার জন্য বাবা-মাকে চাপ দিতে থাকে। একপর্যায়ে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে ঘরে অবরুদ্ধ করে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন এবং হাতে একটি ছুরি নিয়ে বাড়ির চারপাশে ঘোরাফেরা করতে থাকেন।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আগে থেকে সাইদুরের হাতে থাকা ছুরি দিয়ে এসআই আতিকুল্লাহর ওপর আঘাত করেন। ছুরিকাঘাতে তার বুকের ডান পাঁজর এবং ডান হাতের অনেকটাই কেটে যায়।

আতিকুল্লাকে গুরুতর আহতাবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সাইদুরসহ তার মা ও বাবা বজলু মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করা গেলেও তবে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছি।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত এসআইকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে।