৭০ কোটি টাকার বাড়িতে সিদ্ধার্থ-কিয়ারার সংসার শুরু!
পোস্ট ডেস্ক :

বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি মঙ্গলবার বিয়ে করেছেন। বিয়ের পরদিন দিল্লিতে শ্বশুরবাড়িতে যান। এসময় কিয়ারার পরনে ছিল লাল আনারকলি, সিদ্ধার্থের পরনে লাল শেরওয়ানি, সঙ্গে সাদা কাশ্মীরি চাদর।
সিদ্ধার্থের বাড়ির সদস্যদের সঙ্গে ঢোলের তালে পা মেলাতে দেখা গেছে তাদের। ঘরে প্রবেশের পর আলোকচিত্রীদের ধন্যবাদ জানিয়ে মিষ্টিও বিতরণ করেন।
ফিল্মফেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ৯ ফেব্রুয়ারি দিল্লিতে আত্মীয়-স্বজনদের জন্য একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। এরপরে মুম্বাইয়ে ১২ ফেব্রুয়ারি আরেকটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের তারকাশিল্পীরা।
এসব অনুষ্ঠান শেষে মুম্বাইয়ে ৭০ কোটি টাকার বাংলোয় সংসার শুরু এই তারকা জুটি।