পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে

Published: 19 February 2023

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এরই মধ্যে দেশ দেউলিয়া হয়ে গেছে। এর জন্য এস্টাবলিশমেন্ট (সেনাবাহিনী), ব্যুরোক্রেসি এবং রাজনীতিবিদ সবাইকে দায়ী করেন তিনি। শনিবার শিয়ালকোটে বেসরকারি এক কলেজের অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ খবর দিয়েছে অনলাইন ডন। খাজা আসিফ বলেন, আপনারা হয়তো শুনে থাকবেন- পাকিস্তান দেউলিয়া হতে চলেছে অথবা খেলাপি হচ্ছে অথবা বিপর্যয় ঘটছে। এরই মধ্যে এসব ঘটেছে। আমরা একটি দেউলিয়া দেশে বসবাস করছি।

তিনি আরও বলেন, দেশকে স্থিতিশীল হতে হলে সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার ভাষায়, সমস্যার সমাধান রয়েছে আমাদের দেশের ভিতরেই। পাকিস্তানের সমস্যার সমাধান নেই আইএমএফের কাছে। মন্ত্রী খাজা আসিফ বলেন, গত সাত দশকে সংবিধান ও আইনের শাসনের প্রতি ন্যুনতম শ্রদ্ধা না দেখানোর কারণে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে।

এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। বলেন, আড়াই বছর আগে পাকিস্তানে সন্ত্রাসীদের নেয়া হয়েছে। এর ফলে দেশে বর্তমানে সন্ত্রাসের ঢেউ চলছে। করাচিতে পুলিশ প্রধান কার্যালয়ে হামলা প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলো সাহসিকতার সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে লড়াই করেছে।