দেশের বিভিন্ন শহীদ মিনারে ‘বাংলা পোস্ট’র পক্ষে পুষ্পার্ঘ‍্য অর্পণ

Published: 21 February 2023

সিলেট অফিস :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের বিভিন্ন স্থানে ব্রিটেনের জনপ্রিয় সাপ্তাহিক ‘বাংলা পোস্ট’ পরিবারের পক্ষ থেকে  শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনারারি চেয়ারম্যান শেখ মফিজুর রহমান।

রাজধানী ঢাকা, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও বালাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পূষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ঢাকায় পুস্পার্ঘ্য অর্পণ কালে উপস্থিত ছিলেন বিটিবির প্রোডিউসার মাসুদ হাসান, মোহাম্মদ আলী তালুকদার, বালাগঞ্জে সংবাদিক সাহাব উদ্দিন শাহিন, আজমল আলী, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্টজনেরা উপস্হিত ছিলেন।