নিজেকে নাইজারের নেতা ঘোষণা জেনারেল আব্দুররহমান চিয়ানির
পোস্ট ডেস্ক :
একটি নাটকীয় অভ্যুত্থানের পর নিজেকে নাইজারের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন জেনারেল আবদুরাহমান চিয়ানি। খবর বিবিসির।
তিনি ওমর চিয়ানি নামেও পরিচিত। তার নেতৃত্বে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রাসাদে বন্দী করে ফেলে এবং তাকে ক্ষমতাচ্যুত করে।
এই অভ্যুত্থান ১৯৬০ সালে স্বাধীনতার পর নাইজারের প্রথম শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবর্তনকে ভেঙে দেয়। সদ্য পদচ্যুত মোহামেদ বাজোম সুস্থ আছেন বলে মনে করা হচ্ছে এবং এখনো তার নিজের রক্ষীদের হাতে বন্দী।
এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলো তাকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করেছিল।
আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক (ইকোওয়াস), ইইউ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই সেনা অভ্যুত্থানের নিন্দা করেছেন।
তবে, রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নেতা অভ্যুত্থানের প্রশংসা করেছেন এবং এটিকে একটি বিজয় হিসেবে বর্ণনা করেছেন।
ইয়েভজেনি প্রিগোজিনকে ওয়াগনার-অধিভুক্ত টেলিগ্রাম চ্যানেলে উদ্ধৃত করে বলেছেন, ‘নাইজারে যা ঘটেছে তা তাদের উপনিবেশকারীদের সঙ্গে নাইজারের জনগণের সংগ্রাম ছাড়া আর কিছুই নয়।’
তবে বিবিসি তার রিপোর্ট করা মন্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি।
জেনারেল চিয়ানি(৬২) ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট গার্ডের দায়িত্বে ছিলেন এবং ২০১৮ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মহামাদু ইসুফো তাকে জেনারেল পদে উন্নীত করেছিলেন।
তিনি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ২০১৫ সালের একটি অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন।