চোটের কাছে ‘হার মেনে’ অবসরে স্টিভেন ফিন

Published: 14 August 2023

পোস্ট ডেস্ক :


হাঁটুর চোটে এক বছর মাঠের বাইরে ছিলেন স্টিভেন ফিন। সুস্থ হয়ে সদ্য ফিরেছিলেন মাঠে। তবে পুরনো চোট ফের জেঁকে বসলো। ইনজুরির সঙ্গে দীর্ঘসূত্রিতাতে এবার হারই মেনে নিলেন ইংল্যান্ডের ৩৪ বছর বয়সী এই পেসার। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি।

সবশেষ ২০২২ সালের ১৯শে জুলাই ইংল্যান্ডের ঘরোয়া এক দিনের ক্রিকেটে সাসেক্সের হয়ে মাঠে নেমেছিলেন স্টিভেন ফিন। এরপর চোটের কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। গত ৪ঠা আগস্ট ডারহামের বিপক্ষে সাসেক্সের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছিলেন তিনি। তবে ৪ ওভার বোলিং করেই উঠে যেতে হয় ফিনকে। অবসরের কথা জানিয়ে এই ইংলিশ ক্রিকেটার বলেন, ‘আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এটি এখন থেকেই কার্যকর হবে।

১২ মাস ধরে নিজের শরীরের সঙ্গে লড়াই করছি, এর কাছে হার স্বীকার করে নিয়েছি।’
২০০৫ সালে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক হয় স্টিভেন ফিনের। ক্যারিয়ারের প্রায় পুরোটাই সেখানে কাটান তিনি। গত বছর সেখান থেকে পাড়ি জমান সাসেক্সে। স্টিভেন ফিন বলেন, ‘মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে অভিষেকের পর থেকেই পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ভ্রমণটা মসৃণ ছিল না, তবে উপভোগ করেছি।’

২০১০ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল স্টিভেন ফিনের। ২০১৭ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা এই পেসার প্রায় ৭ বছরের ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৪টি উইকেট নেন। বিদায়ী বার্তায় ফিন বলেন, ‘ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, ভবিষ্যতে আশা করি কোনোভাবে কিছু ফিরিয়ে দেব। তবে আপাতত আমার শরীর আর এক দিনের ক্রিকেট নিতে পারবে কি না, সে ভাবনা থেকে মুক্ত হয়ে খেলা দেখবো। ধন্যবাদ।’